এসএসসি পরীক্ষা কবে হবে জানালেন শিক্ষামন্ত্রী

এসএসসি পরীক্ষা কবে হবে জানালেন শিক্ষামন্ত্রী

বন্যার প্রাদুর্ভাব শেষ হলেই এসএসসি বা সমমানের পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শনিবার (২৫ জুন) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাবে আয়োজিত ফল উৎসবে এ কথা বলেন তিনি।

   শিক্ষামন্ত্রী দীপু মনি

শিক্ষামন্ত্রী বলেন, বন্যার নেমে গেলেই কোনো পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা গ্রহণ নিয়ে কোনো বাধা থাকবে না, শিক্ষার্থীরা অনায়াসে পরীক্ষা দিতে পারবে আর তখন অবশ্যই পরীক্ষা নেয়া হবে।

তিনি আরও বলেন, আজ পদ্মা সেতু হওয়াতে বাংলাদেশের মানুষের আত্মবিশ্বাস জেগেছে। বাংলাদেশের দক্ষতা ও সৃজনশীলতাগামী চ্যালেঞ্জ জেগেছে। অনেকে অনেক কিছু দিয়ে পদ্মা সেতুকে ব্যাখ্যা করে। কিন্তু আমার কাছে মনে হয় এই যে, সেতু হয়েছে তা আর কিছু না তা বঙ্গবন্ধুর কন্যার শোককে শক্তিতে পরিণত করার একটা বড় স্তম্ভ।


আরও পড়ুন: এসএসসি-এইচএসসি পরীক্ষা ‘নতুন রুটিন’


শিক্ষামন্ত্রী বলেন, শেখ হাসিনা সকল বাধা অতিক্রম করে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। এটিই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা।


চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা আ. লীগের সহ-সভাপতি জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাশ প্রমুখ।